২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৩২

চরভদ্রাসনে ১৩ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে বৃহস্পতিবার ভোরে মোবাইল কোর্ট পরিচালনা করে মা ইলিশ নিধনের দায়ে ১৩ জেলেকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় জেলেদের নিকট হতে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল ও দেড় মন ইলিশ মাছ জব্দ করা হয়।
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে আটককৃত ১৩ জেলেকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন মোবাইল কোর্টে নিয়োজিত জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিয়ার রহমান। মোবাইল কোর্টের সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন, সহকারী মৎস্য অফিসার এম.এম.আজম আলী ও চরভদ্রাসন থানার এস.আই মো. সৈয়দুর।
আটককৃত জেলেরা হলেন, সদরপুর উপজেলার আব্দুল লতিফ মোল্যা, আ. ছালাম মোল্যা, শাহ আলম ব্যাপারী, হায়দার হোসেন, জুয়েল শিকদার, কাশেম ফকির, মো. হাবিব হাওলাদার, গোলাম হোসেন, শেখ বিল্লাল, মো. জসিম, সোরহার শিকদার, ঢাকার দোহারের হুজুর আলী ও মো. ফারুক হাওলাদার। জব্দকৃত মাছ স্থানীয় মাদ্রাসায় বিতরণের পাশাপাশি কারেন্ট জাল উপজেলার গোপালপুর ঘাটে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দৈনিক দেশজনতা /এমএইচ
প্রকাশ :অক্টোবর ১৯, ২০১৭ ২:১৪ অপরাহ্ণ