১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৩

প্যারিস বাংলা প্রেস ক্লাবের অভিষেক রবিবার

দৈনিক দেশজনতা ডেস্ক:

ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার আদায়ের অগ্রণী ভূমিকা পালনকারী সংগঠন প্যারিস বাংলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক আগামী রবিবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত হবে। শিল্প ও সংস্কৃতির ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ ভালোবাসার শহর প্যারিসের লাকরণভ ওভারবিলিয়ে ৫১ তে স্থানীয় সময় বিকাল ৪টায় অভিষেক অনুষ্ঠান শুরু হবে। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিশেষ অতিথি মূখাভিনেতা পার্থ প্রতিম মজুমদার, ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হযরত আলী খান, ইল দ্যা ফ্রান্সের কমিউনিটি উপদেষ্টা মি. বেনোয়া ম্যানার্ড উপস্থিত থাকতে সন্মতি জানিয়েছেন। সবশেষে ইউরোপের প্রবাসী শিল্পীদের পরিবেশনায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল সাধারণ সম্পাদক লুৎফর রহমান বাবু এবং সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন অভিষেক অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

প্রকাশ :অক্টোবর ১৯, ২০১৭ ১২:৪৩ অপরাহ্ণ