নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার খন্দকিয়া এলাকা থেকে একটি বন্দুক ও এক হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বলছে, গ্রেপ্তার মো. আজম (৩৫) পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা।
সোমবার সকালে খন্দকিয়া ভোলানাথ মনোরমা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বায়েজিদ থানার ওসি মো. মহসিন। একটি দেশীয় হালকা বন্দুক ও এক হাজার ইয়াবাসহ আজমকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে বায়েজিদ থানায় একটি হত্যাচেষ্টা মামলাসহ আটটি মামলা আছে। এছাড়া কুমিল্লা, ফেনী ও সদরঘাট থানায়ও আজমের বিরুদ্ধে মামলা আছে। ওসি মহসিন বলেন, মাদকের বিরুদ্ধে স্থানীয়দের নিয়ে পুলিশ সভা করার পর গত ১২ ফেব্রুয়ারি স্থানীয় মালেক নামের এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মক জখম করে।
“এলাকায় মাদক বিক্রির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তাকে মারধর করত আজম। গ্রেপ্তারের পর মাদক ও অস্ত্র আইনে তার বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে।”
এছাড়া আগের পাঁচটি মামলায় আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
জিজ্ঞাসাবাদের মাধ্যমে মাদক বিক্রির তথ্য জানতে তাকে রিমান্ডের নেওয়ার আবেদন করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা মহসিন।
এম/এম