১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৮

বিএনপি ও জামায়াতের ২২ নেতা-কর্মীর জামিন

দেশজনতা ডেস্ক:

গাইবান্ধায় পুলিশের ওপর হামলার মামলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ২২ নেতা-কর্মীকে জামিন দিয়েছে আদালত।

আজ সোমবার দুপুরে গাইবান্ধা দ্রুত বিচার আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ এই রায় ঘোষণা করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজুর মোর্শেদ বাবু জানান, ২০১৩ সালের ১ ডিসেম্বর বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের কাচারী বাজারে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে তৎকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাওছুল আজম ডলার ও জেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. আব্দুর রহিমসহ ২৩ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করে। মামলায় ১৬ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ আদালতে চারজনকে উপস্থাপন করে। মামলা চলাকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডলার মারা গেলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ বাকি ২২ আসামিকে জামিন দেয়।

এম/এম

প্রকাশ :মে ১৫, ২০১৭ ৭:৩৪ অপরাহ্ণ