২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:০৪

শাহজালালে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ২ যাত্রীর নিকট থেকে আমদানি নিষিদ্ধ ৬০ হাজার শলাকা বিদেশি সিগারেট আটক করেছে। পণ্যের শুল্ককরসহ আটক পণ্যের মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। আজ বৃহস্পতিবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এসব সিগারেট আটক করে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, যাত্রীরা হলেন মাসুদ রানা ও প্রীতি আক্তার। উভয় কুয়ালালামপুর থেকে বিজি০৮৭ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল পৌনে সাতটায় অবতরণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। যাত্রীরা ৫ নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার প্রাক্কালে তাদের গতিরোধ করা হয়।

পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের সাথে থাকা ৩ টি লাগেজ খুলে উক্ত পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট আটক করা হয়। আটককৃত সিগারেট ৩০০ মিনি কার্টনে ছিল। এসব সিগারেট ব্ল্যাক ব্র্যান্ডের। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক পরিহারের জন্যই অবৈধভাবে এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ড. মইনুল খান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ১৯, ২০১৭ ১২:১০ অপরাহ্ণ