১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৬

ভোলায় যাত্রীবাহী বাস খাদে : নিহত-১

ভোলা প্রতিনিধি:

ভোলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আমেনা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে ও অন্তত আরো ৩০ যাত্রী। ১৮ অক্টোবর বুধবার সকালের দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি চরফ্যাশন উপজেলায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে যাত্রীবাহী একটি বাস চরফ্যাশন থেকে ভোলার দিকে আসছিল। এ সময় বাংলাবাজার এলাকায় আসার পর চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই আমেনা নামের যাত্রী নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দু’টি দল আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধার করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ১৮, ২০১৭ ৯:২০ অপরাহ্ণ