৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪৭

নওগাঁয় যানজট নিরসনে পুলিশের অভিযান: আতঙ্কে গাড়ি চালক

নওগাঁ প্রতিনিধি:

জীবিকার তাগিদে গ্রামের মানুষ শহরমুখী হচ্ছে। গত ৪ বছরে শহরের মানুষ বৃদ্ধি পেয়েছে প্রায় চারগুন। কিন্তু বাড়েনি রাস্তার প্রশস্থতা। অপরকিল্পিত ভাবে শহরের ব্যাটারি চালিত অটোচার্জার (ইজিবাইক), ভ্যান, রিক্সা ও সিএনজি বৃদ্ধি পেয়েছে। ফলে শহরের যানজটের পরিমাণও বৃদ্ধি পেয়েছ। যানজটে ভোগান্তী এবং যানবাহনের শব্দে অতিষ্ট শহরবাসী।

শহরের যত্রতত্র গাড়ি পার্কিং এবং লাইসেন্স বিহীন গাড়ি অবৈধভাবে চলাচলে যানজটের সৃষ্টি হচ্ছে। এসমস্যা দূরীকরণে গত ১০দিন থেকে শহরের বিভিন্ন পয়েন্টে কাজ করছেন নওগাঁ ট্রাফিক পুলিশ। এ কয়দিনে প্রায় ৩০০ টি ব্যাটারি চালিত অটোচার্জার (ইজিবাইক), ভ্যান ও রিক্সা আটক করা হয়েছে। এসব গাড়ি নওগাঁ পুলিশ লাইন্স মাঠে রাখা হয়েছে। আটককৃত এসব গাড়ি কোন রকম জরিমানা ছাড়াই শাস্তি স্বরুপ ৩-৪ দিন আটক করে রাখছে পুলিশ প্রশাসন। শহরে যানজট সৃষ্টি না করে মর্মে এসব মালিকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হচ্ছে। আবার ৩-৪ দিন পর গাড়িগুলো ছেড়ে দেয়ার কথা থাকলেও মালিকদের হয়রানি করছে বলেও অভিযোগ উঠেছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে।

এদিকে মাইকিং করে পূর্ব কোন রকম ঘোষণা ছাড়াই গাড়িগুলো আটক করাই শ্রমিকদের মধ্যে এক ধরনের আতঙ্ক শুরু হয়েছে। নতুন করে ইজিবাইকগুলো লাইসেন্স ও নবায়ন করতে শ্রমিকরা ছুটছেন নওগাঁ পৌরসভা যানবাহন অফিসে। সেখানে অতিসহজে এবং অল্প সময়ে লাইসেন্স পেতে দালালের কাছে গুনতে হচ্ছে অতিরিক্ত ৫০০ থেকে হাজার টাকা।
আবার আটক গাড়িগুলো পুলিশ নির্দিষ্ট সময় পর ছেড়ে না দেওয়ায় হয়রানির শিকার হচ্ছেন গাড়ির মালিকরা। পুলিশের হাতে কিছু টাকা ধরিয়ে দিলে এরপর গাড়িগুলো ছেড়ে দেয়া হচ্ছে। কয়েকদিন ধরে গাড়িগুলো আটকে থাকায় ব্যাটারির সমস্যা হয়ে পড়ছে। এছাড়া কিস্তি থেকে যারা টাকা উত্তোলন করে গাড়ি কিনছে তারাই বেশি সমস্যার মধ্যে পড়েছেন।

আবদুল জলিল নামে এক ইজিবাইকের মালিক বলেন, তার দুইটি গাড়ি আটক করেছিল। ৪ চারদিন পর ছেড়ে দেয়ার কথা থাকলেও পুলিশ ছেড়ে দেয়নি। ৬ দিন হয়রানির পর ট্রাফিক অফিসের এক মুন্সিকে ১ হাজার টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছেন। কয়েকদিন গাড়ি বন্ধ থাকায় ব্যাটারিও ডাউন হয়ে গেছে।

শহরের খাঁস-নওগাঁ মহল্লার ইজিবাইক চালক নুরুল ইসলাম বলেন, গত দুই মাস আগে বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ৬০হাজার টাকা কিস্তির উপর নিয়ে ইজিবাইকটি কিনেছিলেন। প্রতিদিন ৬০০-৭০০ টাকা ভাড়া হতো। প্রতিমাসে ৬ হাজার ৯০০ টাকা কিস্তি দিতে হয়। ইজিবাইকের উপর দিয়ে ছেলে মেয়েদের লেখাপড়াসহ সংসারের সব খরচ চলে। গত ১৬ অক্টোবর শহরের বালুডাঙ্গা থেকে যাত্রী নিয়ে আসার সময় সাকির্ট হাউজের কাছে পুলিশ গাড়িটি আটক করে নিয়ে যায়। এখন ব্যাটারির নষ্ট হয়ে যায় কিনা তা নিয়ে শঙ্খায় আছি।

নওগাঁ পৌরসভা যানবাহন ইন্সপেক্টর নুরুল ইমলাম মন্টু বলেন, লাইসেন্সকৃত শহরের ইজিবাইক আছে প্রায় ১ হাজার ৪০০টি। এগুলো নবায়ন করা হচ্ছে প্রতিটি ইজিবাইক ৪০০টাকা এবং ড্রাইভিং লাইসেন্স ১৫০টাকা। নতুন ইজিবাইকের ক্ষেত্রে লাইসেন্স ৫০০ টাকা করে নেয়া হচ্ছে। অফিসের বাহিরে যদি কেউ কাউকে অতিরিক্ত টাকা দিয়ে থাকে এ বিষয়টি আমার জানা নেই। শহরে যানজট কমাতে গত ২০১৪ সাল থেকে ব্যাটারি চালিত চার্জার ভ্যান ও রিক্সার লাইসেন্স বন্ধ আছে।

নওগাঁ পুলিশ সুপার মো: ইকবাল হোসেন বলেন, মাইকিং করার প্রয়োজন হয়নি এজন্য যে, যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদের সবাইকে কয়েকবার ম্যাসেজ দেয়া হয়েছে। আটককৃত গাড়ি শাস্তির পর ছেড়ে দেয়ার কথা থাকলেও গাড়ির মালিকদের হয়রানি করা হয় এবং টাকা নিয়ে ছেড়ে দেয়া হয় এমন প্রশ্নে তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে এরকম কোন অভিযোগ আমার কাছে নেই। অনেক মানুষ আছেন যারা যোগাযোগ করে। এটা তাদের ব্যক্তিগত বিষয়।

এদিকে রাস্তায় যানজট নিরসনে অপরিকল্পিতভাবে পৌর এলাকায় অটোচার্জার ইজিবাইক আটকে হতদরিদ্র শ্রমিকের দূর্বিপাকের প্রতিবাদে বুধবার (আজ) বেলা সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে বাংলাদেশ অটোরিক্সা শ্রমিকলীগ নওগাঁ শাখা।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রলীগ সভাপতি মাসুম চৌধূরীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ অটোরিক্সা শ্রমিকলীগ জেলা শাখার সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য রামিম দেওয়ান, সদস্য মাসুদ রানা মনিম, পৌর অটোরিক্সা শ্রমিকলীগের সভাপতি ফেরদৌস আলী, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম টুটুল, সহ-সভাপতি পারভেজ রানা মিলন সহ প্রমূখ। পরে নওগাঁ পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ১৮, ২০১৭ ৯:১৫ অপরাহ্ণ