২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫০

অস্ট্রেলিয়ায় গেলেন প্রধান বিচারপতি স্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

 অবশেষে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার স্ত্রী সুষমা সিনহা। মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৭ ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এরআগে গত শুক্রবার একই সময়ে একই ফ্লাইটে প্রধান বিচারপতি এসকে সিনহা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান। সংবিধানের ষোড়শ সংশোধনীর পূর্ণাঙ্গ রায় নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বিভিন্ন শারীরিক জটিলতার কথা বলে গত ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত এক মাসের ছুটি নেন প্রধান বিচারপতি এসকে সিনহা।

গত ১০ অক্টোবর আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো এক চিঠিতে এসকে সিনহা জানান, তিনি ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে অবস্থান করতে চান।

পরে বৃহস্পতিবার (১২ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১০ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশে অবস্থানকালীন বা তার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহহাব মিঞা।

মঙ্গলবার রাতে স্বামীর মতোই ঢাকা ছাড়েন সুষমা সিনহা। প্রধান বিচারপতি তিন বছরের জন্য অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন। সেখানে তাদের মেয়ে বসবাস করেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১৮, ২০১৭ ৭:২০ অপরাহ্ণ