১৮ই ডিসেম্বর, ২০২৪ ইং | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৫০

পাবনায় অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি :

পাবনায় অস্ত্র মামলায় এক যুবককে ১৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার দুপুরে পাবনার অতিরিক্তি জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক শারমিন আক্তার এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. হাবিবুল্লাহ (৩৬)।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) খোন্দকার আব্দুল জাহিদ রানা জানান, ২০১১ সালের ২২ আগস্ট আটঘরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আটঘরিয়া থানার ষাটগাছা এলাকার আব্দুস সামাদের ছেলে হাবিবুল্লাকে একটি দেশীয় তৈরি বন্দুক ও কার্তুজসহ গ্রেপ্তার করে। ওই দিনই পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামি  হাবিবুল্লাকে অবৈধ অস্ত্র রাখার দায়ে ১০ বছর এবং গুলি রাখার দায়ে ৭ বছর  মোট ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। রায় ঘোষণার সময় আসামি হাবিবুল্লাহ এজলাসে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১৮, ২০১৭ ৬:৫৫ অপরাহ্ণ