১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২০

অভিশংসিত হতে পারেন ট্রাম্প

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন ত্বরান্বিত করতে পারে যদি আগামী বছরের মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নির্বাচনে রিপাবলিকান দলের পরাজয় । এমন আশঙ্কা ও উদ্বেগের মধ্যে রয়েছে ট্রাম্প শিবির। হোয়াইট হাউসের বেশ কয়েকজন শীর্ষ উপদেষ্টা, আইনপ্রণেতা, দাতাগোষ্ঠী ও রাজনৈতিক পরামর্শক উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ওই নির্বাচনে রিপাবলিকানরা যদি সংখ্যাগরিষ্ঠতা হারায় ট্রাম্প নিশ্চিতভাবেই অভিশংসনের মুখে পড়বেন। তাদের প্রশ্ন, ট্রাম্প কি এটা উপলব্ধি করছেন যে, ওই নির্বাচনে পরাজয় ট্রাম্পের প্রেসিডেন্সিকে বিপদের মধ্যে ফেলে দিতে পারে। সিএনএন জানায়, হোয়াইট হাউসের ভিতরে ও বাইরের এই রিপাবলিকান সমর্থকদের সঙ্গে বেশ কয়েকটি সাক্ষাৎকারে এমন তথ্য ওঠে এসেছে। তাদের আশঙ্কা, নিজ দলের সদস্যদের সঙ্গে ট্রাম্প যেভাবে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন, তাতে খুব তাড়াতাড়ি তার প্রেসিডেন্সি ঝুঁকিতে পড়তে যাচ্ছে।
চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিশংসনের শিকার হতে পারেন বলে গুঞ্জন শোনা যায়। গত বছরের মার্কিন নির্বাচনে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের নির্বাচনী শিবিরের গোপন আঁতাতের অভিযোগে এ গুঞ্জন জোরালো হয়। মার্কিন নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল কিনা এবং রুশ কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প শিবিরের গোপনে যোগাযোগ ছিল কিনা স্পেশাল কাউন্সেল বা বিশেষ কৌঁসুলি এফবিআইয়ের সাবেক প্রধান রবার্ট মুলার তা তদন্ত করে দেখছেন। হোয়াইট হাউসের উপদেষ্টাদের অনেকেই মনে করেন, ২০১৮ সালের ওই নির্বাচনে যদি রিপাবলিকানরা পরাজিত হয়, তাহলে ডেমোক্রেটরা এমন পরিস্থিতি সৃষ্টি করবে, যাতে রিপাবলিকানদের বহু রক্ষণশীল এজেন্ডা মাঠে মারা যাবে। অন্যদিকে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ তদন্ত নতুন করে গতি পাবে যেখানে ট্রাম্প প্রশাসনের অনেকেই বিশ্বাস করেন, ট্রাম্পের অভিশংসন ঘনিয়ে আসছে।
ট্রাম্পের একজন সমর্থক ভবিষ্যদ্বাণী করে বলেন, ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিলে তারা নিশ্চিতভাবেই অভিশংসনের আর্টিকেল সামনে আনবে। রিপাবলিকান দলের একজন কৌশল প্রণেতা আলেক্স কোন্যান্ট সতর্ক করে বলেছেন, ট্রাম্পকে এখন নিজের দলের সুরক্ষার প্রতি মনোযোগ দেয়া উচিত। কোন্যান্ট বলেন, ট্রাম্পকে তার প্রেসিডেন্সির সুরক্ষায় প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখা। বিপরীতে তিনি যদি হোয়াইট হাউসের সাবেক কৌশল প্রণেতা স্টিভ ব্যাননের মতো রাজনৈতিক মিত্রদের দলের বিরুদ্ধে প্রচারণা চালানোর সুযোগ করে দেন, তাহলে তার প্রেসিডেন্সির প্রতি তার প্রভাব খুবই ভয়াবহ হবে। রিপাবলিকানদের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোর কথা মার্কিন জনগণের মধ্যেও জোরের সঙ্গে আলোচিত হচ্ছে। তবে ট্রাম্প শিবির এটা নিয়ে কোনো উচ্চবাচ্চ না করলেও রিপাবলিকানদের অনেকের আশঙ্কা, ট্রাম্প এ বিপদ সম্পর্কে অবগত আছেন কিনা যে, ডেমোক্রেটরা তাকে প্রেসিডেন্ট পদ থেকে উৎখাত করতে পারে। নাম না প্রকাশ করার শর্তে বেশ কয়েকজন রিপাবলিকান সমর্থক স্পর্শকাতর এ বিষয়টি নিয়ে কথা বলেছেন।
দলের একজন শীর্ষ দাতা সদস্য একজন রিপাবলিকান সিনেটরের বরাত দিয়ে বলেন, ‘আমরা যদি হেরে যাই, ট্রাম্প অভিশংসিত হতে পারেন। আপনার কি মনে হয়, তিনি সেটা উপলব্ধি করছেন?’ দলের অপর এক শীর্ষ কর্মকর্তা বলেন, স্টিভ ব্যানন তাকে প্রেসিডেন্ট নির্বাচিত হতে সহায়তা করেছেন এবং তিনিই তাকে অভিশংসিত হতে সহায়তা করবেন, এটা কি দুর্ভাগ্যজনক নয়? ব্যানন আগস্ট মাসে বরখাস্ত হওয়ার আগ পর্যন্ত হোয়াইট হাউসে ট্রাম্পের প্রধান কৌশল প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেন। বরখাস্ত হওয়ার পর রিপাবলিকান পার্টির বিরুদ্ধে তিনি ঘোষণা দিয়ে যুদ্ধে নেমেছেন। আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীরা যাতে পুনর্নির্বাচিত না হতে পারেন তার জন্য প্রচারণা চালানোর পরিকল্পনা করছেন ব্যানন। চলতি সপ্তাহে ভোটারদের এক সম্মেলনে তিনি ঘোষণা দেন, রিপাবলিকানদের বিরুদ্ধে যুদ্ধের এখনই প্রকৃত সময়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১৮, ২০১৭ ৪:০৬ অপরাহ্ণ