১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২০

টুম্পার ঘাতক স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

বুটিকস দোকানের কর্মচারী জেসমিন আক্তার টুম্পার ঘাতক স্বামী সবুজকে র‌্যাব গ্রেফতার করেছে। বুধবার এক এসএমএস বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঘাতক সবুজকে যশোর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।
রোববার টুম্পাকে ছুরিকাঘাত করেন তার স্বামী। রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে ‘নব্য’ নামের দোকানে এ ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন সবুজ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১৮, ২০১৭ ৩:৪৪ অপরাহ্ণ