১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৪

ভোটের আগে কেনিয়ায় নির্বাচন কমিশনারের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক:

কেনিয়ায় আট নির্বাচন কমিশনারের একজন আজ বুধবার পদত্যাগ করেছেন। সহকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলে তিনি পদত্যাগ করেন। নিউইয়র্ক থেকে দেয়া এক বিবৃতিতে নির্বাচন কমিশনার রোসেলিন আকম্বি অভিযোগ করেন, দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে তাতে এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না যে ২০১৭ সালের ২৬ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচন বিশ্বাসযোগ্য হবে। আমি এ ধরণের প্রহসনের নির্বাচনের অংশ হতে চাই না।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১৮, ২০১৭ ৩:৩৪ অপরাহ্ণ