২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:২১

রোহিঙ্গাদের হত্যা করছে মিয়ানমার সেনাবাহিনী: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি করেছে রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের হত্যা করছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানিয়েছে, সেনারা রাখাইনে কয়েক হাজার রোহিঙ্গা পুরুষ-নারী ও শিশু হত্যাকে করেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, সংস্থাটির পক্ষ থেকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও দেশটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছেও আহ্বান জানানো হয়েছে। এতে আরও বলা হয়, ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামার সময় থেকে এ পর্যন্ত তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত তথ্য প্রমাণ উঠে এসেছে অ্যামনেস্টির প্রতিবেদনে। নিজেদের কাছে জোরালো তথ্যপ্রমাণ রয়েছে উল্লেখ করে যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি জানায়, হাজার হাজার রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশু পরিকল্পিত হামলার শিকার হয়েছে এবং মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে নিধনযজ্ঞ চালিয়েছে।
রোহিঙ্গাদের সাক্ষাৎকার নিয়ে সংস্থাটি জানায়, মিয়ানমারের সীমান্ত পুলিশের ৩৩ লাইট ইনফ্যান্ট্রিও গ্রামগুলোতে হামলার সঙ্গে জড়িত ছিল। বৌদ্ধদের উগ্রবাদী চক্রও জড়িত ছিল। অ্যামনেস্টির গবেষক ম্যাথিউ ওয়েলস বেশ কিছু দিন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অবস্থান করেছেন। তিনি বলেন, তারা কয়েক মাসের মধ্যে আরেকটি প্রতিবেদন প্রকাশ করবেন, যেখানে জড়িতদের ব্যাপারে নির্দিষ্ট করে তথ্য উল্লেখ থাকবে। সংস্থাটি প্রায় ১২০ প্রত্যক্ষদর্শীর জবানবন্দি, স্যাটেলাইটের তথ্য-উপাত্ত, ছবি ও ভিডিওর মাধ্যমে বিস্তারিত এবং ব্যাপকভিত্তিক বিশ্লেষণে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ দিয়েছে। এর আগে মঙ্গলবার মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও স্যাটেলাইট ছবি প্রকাশ করে জানিয়েছিল যে, রোহিঙ্গাদের গ্রামগুলো পুড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। গত ২৫ আগস্ট থেকে রাখাইন রাজ্যে সহিংসতার পর সামরিক বাহিনীর হত্যা ও নির্যাতন থেকে বাঁচতে সাড়ে পাঁচ লাখেরও বেশি মানুষ বাংলাদেশে পালিয়ে এসেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১৮, ২০১৭ ২:৪১ অপরাহ্ণ