১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৩

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে বোলিং করছে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় পার্লে শুরু হয়েছে। সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশন। এক পরিবর্তন নিয়ে বাংলাদেশ একাদশ সাজিয়েছে। তামিম ইকবাল ফিরেছেন। তার জন্য জায়গা অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনকে ছাড়তে হয়েছে। দক্ষিণ আফ্রিকার একাদশ থেকে ছিটকে গেছেন ডেভিড মিলার। চোটের কারণে ১১ জনে মধ্যে নেই মিলার। তার বদলে ফারহান বেহারদিন একাদশে ঢুকেছেন।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে হেরেছে। আজকের ম্যাচ হারলে সিরিজ চলে যাবে প্রোটিয়াদের হাতের মুঠোয়। বিপরীত কিছু হলে বেঁচে থাকবে বাংলাদেশের আশা। পার্লের বোল্যান্ড পার্কে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হয়েছে ১৯৯৭ সালের জানুয়ারিতে। সেই থেকে এই দুই দশকে মাত্র দশম আন্তর্জাতিক ম্যাচ এটি। এই প্রথমবার বাংলাদেশ এখানে খেলছে।

তাছাড়া এই মাঠে খুব বেশি খেলার অভিজ্ঞতা স্বাগতিক দক্ষিণ আফ্রিকারও নেই। বলা যায়, মাঠটি এক প্রকার নিরপেক্ষ ভেন্যুর মতোই। সেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ?

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১৮, ২০১৭ ২:৩৩ অপরাহ্ণ