২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৭

রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত ইইউ রাষ্ট্রদূতের পরিচয় পেশ

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনসিয়ে টিয়েরিঙ্ক। মঙ্গলবার ঢাকাস্থ ইইউ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, রাষ্ট্রদূত রেনসিয়ে টিয়েরিঙ্ক নেদারল্যান্ডের লুক্সেমবার্গের বাসিন্দা। তিনি কালচারাল এনথ্রোপলজি/নন-ওয়েস্টার্ন সোসিওলজির ওপর আমসট্রাড্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। এশিয়ান স্ট্যাডিজের ওপর দখলপ্রাপ্ত রেনসিয়ে টিয়েরিঙ্ক গুজরাট ও মহারাষ্ট্রের ওপর মাঠ পর্যায়ের গবেষনা সম্পন্ন করেছেন। তিনি ১৯৯৫ সালে ইউরোপীয় কমিশনের দক্ষিণ এশিয়া বিভাগে প্রশাষক হিসেবে কাজে যোগ দেন। ২০০৬ সালে ভারত, নেপাল, ভুটান ও সার্ক মিশনের উপপ্রধান করে পাঠানো হয়। ২০১১ সালে ইউরোপীয়ান এক্সর্টানাল সাভির্স বিভাগের কার্যক্রম শুরু হলে সেখানেও একই পদে কাজ করেন।

২০১৩ সালে তিনি নেপালে সার্কের ইইউ প্রতিনিধির প্রধান হিসেবে নিয়োগ পান। দুই সন্তানের মা রাষ্ট্রদূত রেনসিয়ে টিয়েরিঙ্ক স্প্যানিশ, হিন্দি, নেপালি, ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান ভাষায় কথা বলতে পারেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ১৮, ২০১৭ ৯:৫৮ পূর্বাহ্ণ