নিজস্ব প্রতিবেদক:
চিকিৎসার উদ্দেশ্যে দীর্ঘ দুই মাসের বেশি সময় লন্ডন অবস্থানের পর আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডন থেকে গতরাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন তিনি। আজ বিকাল ৫টা ২০মিনিটে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা বিপুল উপস্থিতির মাধ্যমে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান। আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির সিনিয়র নেতারা হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে দলের চেয়ারপারসনকে স্বাগত জানাবেন।
এদিকে চিকিৎসা শেষে লন্ডনে বাংলাদেশি কমিউনিটি ও দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার কথা থাকলেও বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে তিনি দ্রুত দেশে ফিরছেন। এই জন্য লন্ডনে বাংলাদেশি কমিউনিটি ও দলের নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি। সম্প্রতি কুমিল্লা ও ঢাকার দুইটি আদালত আলাদা তিন মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে এবারই প্রথম গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরছেন তিনি। এদিকে দেশে ফিরেই আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের আইনজীবী ও দলের আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত খালেদা জিয়ার জামিন বাতিল করেছেন। তাই বৃহস্পতিবার চেয়ারপারসন আদালতে উপস্থিত হয়ে জামিনের পিটিশন দেবেন।
এদিকে চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার খবরে দলটির নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিপুল উপস্থিতির মাধ্যমে চেয়ারপারসনকে বরণ করার প্রস্তুতি নিচ্ছেন তারা। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তার দুইপাশে বিপুল সংখ্যক নেতাকর্মী মানবঢালের মতো অবস্থান নেবেন। বিএনপি নেতারা জানান, বিমানবন্দরে বিপুল উপস্থিতির মাধ্যমে নেত্রীকে বরণ করতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নেয়া হয়েছে। ঢাকা মহানগর বিএনপির নেতারা গত দুইদিন ধরে সে প্রস্তুতি শুরু করেছেন। একইভাবে যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও জোরালো প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় ও মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুতি সভা করা হচ্ছে। চেয়ারপারসনকে বরণ করতে বিপুল নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে আলাদা আলাদা প্রস্তুতি সভা করেছে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলাদলসহ অঙ্গদলগুলো। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগমন উপলক্ষে ঢাকার বিমানবন্দরে গণসংবর্ধনা সফল করতে গতকাল এক প্রস্তুতি সভা করেছে রাজধানীর পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গসংগঠন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি আলহাজ একেএম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় ওই দুই এলাকা থেকে পাঁচ হাজার লোক সমাগম করার জন্য সিদ্ধান্ত হয়। ঢাকা মহানগর বিএনপির অন্যান্য ইউনিটগুলোও একই ধরনের প্রস্তুতি সভা করেছে। ওদিকে ঢাকার প্রতিবেশী জেলা গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও শোডাউনে অংশ নেবেন। বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সূত্র জানায়, ঢাকার আশপাশের জেলার নেতাকর্মীদের একটি উল্লেখযোগ্য অংশ ইতিমধ্যে ঢাকা চলে এসেছে। আজ দুপুরের মধ্যেই তারা বিমানবন্দর থেকে কুড়িল বিশ্বরোড ও বনানী কবরস্থান হয়ে গুলশান পর্যন্ত এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে অবস্থান নেবেন। বিমানবন্দর থেকে বনানী কবরস্থান রোড পর্যন্ত এলাকার প্রতিটি পয়েন্টে কর্মী-সমর্থকসহ অবস্থান নেয়ার নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি।
দৈনিক দেশজনতা/এন এইচ