১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

দিল্লিতে ফের চলন্ত গাড়িতে গণধর্ষণ

অনলাইন প্রতিবেদন:

ভারতের রাজধানী দিল্লিতে ফের চলন্ত গাড়িতে গণধর্ষণ এবং পরে নির্যাতিতাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

রোববার দিল্লির গুরুগ্রামে এ ঘটনা ঘটে। বাইশ বছর বয়সী ওই নির্যাতিতার স্থায়ী নিবাস সিকিমে।

পুলিশ জানায়, ভোররাতে মধ্য দিল্লির কন্নট প্লেস থেকে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। যখন প্রায় বাড়ির কাছাকাছি, ঠিক সেই সময় তার উপর চড়াও হয় দুষ্কৃতীকারিরা। তাকে জোর করে একটি ছোট গাড়িতে তুলে নেয়া হয়। অপরাধীরা চলন্ত গাড়িতেই তরুণীকে ধর্ষণ করে।

পরে গুরুগ্রাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নজফগড়ের রাস্তায় তরুণীকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়া হয়।

এদিকে অভিযুক্তদের মধ্যে এক জনের নাম দীপক বলে জানিয়েছেন নির্যাতিতা তরুণী। তার উপর অত্যাচার চালানোর সময় বাকি দু’‌জন নাকি তাকে ওই নামেই ডাকছিল।

অন্যদিকে রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

এর আগে ২০১২ সালের ১৬ ডিসেম্বর নির্ভয়া নামের এক তরুণীকে চলন্ত বাসের মধ্যে গণধর্ষণ করে একদল দুষ্কৃতীকারি। প্রায় চার বছর পর, চলতি মাসের শুরুতে অপরাধীদের মধ্যে চার জনকে ফাঁসির সাজা শুনিয়েছে আদালত।

এম/এম

প্রকাশ :মে ১৫, ২০১৭ ৬:০৭ অপরাহ্ণ