২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৬

ইয়েমেনে ছড়িয়ে পড়েছে কলেরা, জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক:

কলেরা রোগ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ায় ইয়েমেনের রাজধানী সানা কর্তৃপক্ষ সেখানে জরুরি অবস্থা জারি করেছেন।

হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সানার হাসপাতালগুলো কলেরা রোগীতে উপচে উঠেছে বলে জানিয়েছে বিবিসি।

গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেনে তীব্র খাদ্যাভাব বা প্রায় দুর্ভিক্ষ চলছে, এতে ক্ষুধার্ত মানুষের মধ্যে কলেরা দ্রুত ছড়িয়ে পড়ছে।

জাতিসংঘ জানিয়েছে, দেশটির দুই-তৃতীয়াংশ মানুষ নিরাপদ খাবার পানি পাচ্ছে না।

ইয়েমেনে ইরানি সমর্থিত হুতি এবং সৌদি সমর্থিত সরকারের মধ্যে যুদ্ধ চলছে। ফলে দেশটির অর্ধেকের মতো এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোকে গত দুবছর ধরে যুদ্ধাবস্থার মধ্যেই কাজ করে যেতে হচ্ছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটি রোববার বলেছে, ২৭ এপ্রিল থেকে এখন পর্যন্ত কলেরার কারণে সানায় ১১৫ জনের প্রাণহানি এবং ৮ হাজার ৫শ’ জন আক্রান্ত হয়েছে। এএফপি।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ১৫, ২০১৭ ৬:০২ অপরাহ্ণ