১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪

তাজউদ্দীন মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

 নিজস্ব প্রতিবেদক:

শিক্ষার্থী ও আউটসোর্সিং কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক হাবিবুর রহমান।

শিক্ষার্থী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার পঞ্চম বর্ষের শিক্ষার্থী জাহাঙ্গীর হোসেন তার অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে যান। চিকিৎসক তাকে এক্সরে করার পরামর্শ দিলে ঠিকাদার মনোনীত আউটসোসিং কর্মচারীদের সঙ্গে জাহাঙ্গীরের কথা কাটাকাটি হয়। এই জের ধরে শিক্ষার্থীরা হাসপাতালে ভাঙচুর করে।

এ ঘটনার বিচার দাবিতে মঙ্গলবার সকালে কর্মবিরতি পালনের পর বিক্ষোভে নামেন কর্মচারীরা। এ সময় শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে চতুর্থ বর্ষের ছাত্র মাহফুজুর রহমান ও তৃতীয় বর্ষের ছাত্র সিমান্ত সালেহিনসহ অন্তত পাঁচজন আহত হন। উদ্ভূত পরিস্থিতি এড়াতে কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করে। সন্ধ্যার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাসপাতালের পরিচালক হাবিবুর রহমান জানান, উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে মেডিকেল কলেজ বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

প্রকাশ :অক্টোবর ১৭, ২০১৭ ১:১০ অপরাহ্ণ