নিজস্ব প্রতিবেদক:
ভারতে পাচারকালে বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে ১৮ পিস সোনার বারসহ ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা। তার নাম শ্রবন বিশ্বাস। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা এসব সোনার ওজন ২ কেজি একশ গ্রাম। বেনাপোলে এই নিয়ে গত ১০ দিনে ৬৩ পিস সোনার বার জব্দ করা হলো।
শ্রবন বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গের উওর-চব্বিশ পরগনা জেলার চড়–ইগাছি গ্রামের বিরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ থেকে সোনা নিয়ে ভারতে পাচার করে আসছেন বলে বিজিবি জানিয়েছে। বিজিবি ৪৯ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, ঘিবা সীমান্ত দিয়ে বিপুল সোনা ভারতে পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পাচারের আগেই ওই এলাকায় অভিযান চালিয়ে শ্রবন বিশ্বাসকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে ১৮ পিস সোনার বার জব্দ করা হয়। আটক সোনার মূল্য ৮৬ লাখ টাকা বলে বিজিবি জানায়।
গ্রেপ্তার ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা সোনা বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ