১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৫

মোস্তাফিজের পরিবর্তে দলে যোগ দিচ্ছেন শফিউল ইসলাম

স্পোর্টস ডেস্ক:

অনুশীলনের সময় চোট পাওয়ায় মোস্তাফিজ প্রোটিয়াদের বিপক্ষে আর ওয়ানডে সিরিজ খেলতে পারছেন না। আর তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন টেস্ট সিরিজ খেলে দেশে ফিরে যাওয়া পেসার শফিউল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট খেলার পর কাঁধের ইনজুরিতে দ্বিতীয় টেস্ট খেলা হয়নি শফিউলের। আর ওয়ানডে দলে না থাকায় দেশে ফিরে আসেন এই পেসার। তবে প্রথম ওয়ানডের আগে অনুশীলনে পা মচকে যাওয়ায় ওয়ানডে সিরিজ আর খেলা হচ্ছে না মোস্তাফিজের। এবার বাঁহাতি এই পেসারের পরিবর্তে দলে যোগ দিচ্ছেন শফিউল ইসলাম। এদিকে দেরি করে দ্বিতীয় ওয়ানডের ভেনু কেপ টাউনে পৌঁছানোয় সোমবার মুস্তাফিজের স্ক্যান করানো সম্ভব হয়নি। এ নিয়ে ম্যানেজার মিনহাজুল আবেদীন জানান, মঙ্গলবার ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নেওয়া হবে। এরপর মোস্তাফিজের স্ক্যান করানো হবে। আর ওর জায়গায় শফিউল দলে যোগ দিচ্ছে।

ঊরুর পেশির চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডেতে খেলতে না পারা তামিম দ্বিতীয় ওয়ানডে খেলবেন বলেও জানান মিনহাজুল আবেদিন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ১৭, ২০১৭ ১২:২৬ অপরাহ্ণ