১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৬

কুয়েতে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি নিহত

দৈনিক দেশজনতা ডেস্ক:

কুয়েতের সালমিয়াতে একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। সালমিয়া পাঁচগাতা এলাকার ভাড়া বাসার পঞ্চম তলায় সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারা দীর্ঘদিন ওই বাসায় ভাড়া থাকতেন।

নিহতরা হলেন কুয়েতের সালমিয়া পাঁচগাতা অঞ্চলে প্রবাসী বাংলাদেশি জুনায়েদের দুই ছেলে এমাদ ও ফাহাদ, দুই মেয়ে জামিলা ও নাবিলা এবং স্ত্রী রোকেয়া বেগম। মরদেহগুলো মোবারক আল কাবির হাসপাতালে রাখা হয়েছে। তাদের দেশের বাড়ি সিলেটের মৌলভীবাজার।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভবনের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত। টিন শেডের বাসা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ধোঁয়ার কারণে শ্বাসরোধে তারা মারা যান।

প্রকাশ :অক্টোবর ১৭, ২০১৭ ১০:৫৬ পূর্বাহ্ণ