১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হয়েছে। গতকাল রোববার (১৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। এ বছর ভর্তি ফরমের মূল্য বৃদ্ধি, নেগেটিভ মার্কিংসহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ১৬ অক্টোবর দুপুর নাগাদ আবেদন পড়েছে প্রায় তিন হাজার। আবেদন চলবে ১০ নভেম্বর পর্যন্ত।

এবছর পরীক্ষার্থীরা ৮ টি ইউনিটে সর্বমোট ২২৬৫ টি আসনে ভর্তি হতে পারবে। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে প্রতিটি ইউনিটের জন্য একজন শিক্ষার্থীকে আবেদন ফ্রি ৫০০ টাকা পরিশোধ করতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে ০.২৫ নম্বর। এ বছর উপজাতি কোটা ৫ টি বৃদ্ধি করে ১৫ টি করা হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট এ পাওয়া যাবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১৭, ২০১৭ ১০:৫২ পূর্বাহ্ণ