১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৫

চট্টগ্রামে এক যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নগরীর উত্তর পতেঙ্গা থানাধীন জেনারেল ইলেকট্রিক ম্যানুফেকচারিং (জিইএম) কোম্পানি লিমিটেডের সামনের একটি মুদির দোকানের পেছনের কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ অক্টোবর) মধ্যরাতে পতেঙ্গা থানা পুলিশ মো. হৃদয় হোসেন মানিক (১৯) নামের ওই যুবকের মরদেহটি উদ্ধার করে।

পতেঙ্গা থানার ওসি আবুল কাসেম ভূঁইয়া জানান, ওই যুবককে দু-এক দিন আগেই খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার হাত-পা বাঁধা ছিল। আমরা মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।

স্থানীয় সূত্র জানায়, দুই দিন আগে কাটগড় মুসলিমাবাদ এলাকা থেকে হৃদয় হোসেন মানিক নিখোঁজ হন। নিহতের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। তার বাবার নাম আবুল হোসেন।

প্রকাশ :অক্টোবর ১৭, ২০১৭ ১০:৪৬ পূর্বাহ্ণ