স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের প্লে-অফে ইউরো অঞ্চলের ড্রয়ে শীর্ষ বাছাই হিসেবে অংশ নেবে ইতালি। সোমবার নতুন বিশ্ব র্যাংকিংয়ের তালিকা প্রকাশ করেছে ফিফা
তালিকায় ইউরো অঞ্চলের চারটি শীর্ষ বাছাই হিসেবে ইতালি ছাড়াও আছে সুইজারল্যান্ড, ক্রেয়েশিয়া ও ডেনমার্ক। যারা আগামী মাসে বিশ্বকাপের প্লে অফ ম্যাচে অংশ নিবে।
দুই লেগের প্লে-অফে শীর্ষ দশ র্যাংকিংয়ের বাইরের দল হিসেবে অংশ নেবে উত্তর আয়ারল্যান্ড, সুইডেন, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র এবং গ্রীস। আগামী ১ ডিসেম্বর মস্কোতে বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র আয়োজনের ক্ষেত্রেও কাজে লাগবে ফিফার এই নতুন র্যাংকিং।
এর ফলে স্বাগতিক রাশিয়াসহ বর্তমান চ্যাম্পিয়ন ও এক নম্বর র্যাংকধারী জার্মানী, ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা, বেলজিয়াম, পোল্যান্ড ও ফ্রান্স শীর্ষ বাছাই হিসেবে গ্রুপে স্থান পাবে। স্পেন, ইংল্যান্ড ও উরুগুয়ের মতো শীর্ষ দেশগুলো এবারের বিশ্বকাপে শীর্ষ বাছাইয়ের তালিকা থেকে ছিটকে পড়েছে।
বর্তমান র্যাংকিংয়ে শীর্ষ দশের মধ্যে পেরুও রয়েছে। তবে রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হলে পেরুকে প্লে-অফ ম্যাচ খেলে আসতে হবে নিউজিল্যান্ডের সঙ্গে। রাশিয়া (৬৫তম) শীর্ষ ১০ দেশের বাইরে থাকলেও টুর্নামেন্টের আয়োজক হবার কারণে স্বাগতিক হিসেবে ড্রয়ের শীর্ষে জায়গা পেয়েছে
১৬ অক্টোবর পর্যন্ত ফিফা র্যাংকিংয়ে শীর্ষ ২০ দেশের তালিকা :
১. জার্মানি,
২. ব্রাজিল,
৩.পর্তুগাল,
৪. আর্জেন্টিনা,
৫. বেলজিয়াম,
৬. পোল্যান্ড,
৭. ফ্রান্স (+১),
৮. স্পেন (+৩),
৯. চিলি,
১০. পেরু (+২),
১১. সুইজারল্যান্ড (-৪),
১২. ইংল্যান্ড (+৩),
১৩. কলম্বিয়া (-৩),
১৪. ওয়েলস (-১),
১৫. ইতালী (+২),
১৬. মেক্সিকো (-২),
১৭. উরুগুয়ে (-১),
১৮. ক্রোয়েশিয়,
১৯. ডেনমার্ক (+৭),
২০. হল্যান্ড (+৯)।
অন্য নির্বাচিত দেশগুলো হচ্ছে:
২৩. নর্দান আয়ারল্যান্ড (-৩),
২৫. সুইডেন (-২),
২৬. আয়ারল্যান্ড প্রজাতন্ত্র (+৮),
৪৭. গ্রীস ,
৬৫. রাশিয়া (-১)।