১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫৫

রাণীনগরে পানির নিচে বিদ্যালয়ের মাঠ

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর রাণীনগর উপজেলার সদর ইউনিয়নের সিম্বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পানিতে ডুবে থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনিক সমাবেশ ও খেলা-ধূলা থেকে বঞ্চিত । শুধুমাত্র মাটি ভরাটের অভাবে বর্ষা মৌসুমে বিদ্যালয়ের মাঠটি সব সময় পানিতে ডুবে থাকে। যার ফলে, শিক্ষার মনোরম পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে এই কমলমতি শিক্ষার্থীরা। ঐতিহ্যপূর্ণ এই বিদ্যালয়টিতে এখনো আধুনিকতার কোন ছোঁয়াই স্পর্শ করেনি। কয়েক বছর পূর্বে একটি নতুন ১তলা ভবন নির্মাণ করা হলেও বিদ্যালয়ের একমাত্র মাঠটি বছরের ৮ থেকে ৯ মাসই পানির নিচে নিমজ্জিত থাকে।

বিদ্যালয়টি রাণীনগর-আবাদপুকুর সড়কের পাশে অবস্থিত। এই রাস্তার পাশ দিয়ে পার্শ্ববর্তি মাঠ থেকে পানি বের হওয়ার জন্য একটি ছোট খাল বয়ে গেছে। আর মাঠটি পার্শ্ববর্তি জমির মাঠ থেকে অনেক নিচু বলে সব সময় তা পানির নিচে নিমজ্জিত থাকে। বহুবার উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিত ভাবে জানানোর ফলে একবার মাঠে মাটি দেওয়া হয় কিন্তু তা প্রয়োজনের তুলনায় খুবই প্রতুল বলে জানান বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। তাই মাঠটি নিচু হওয়ার কারণে সব সময় পানি জমে থাকে।
সিম্বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুনও একই সমস্যার কথা জানান।
রাণীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজনুর রহমান জানান, এই ধরনের কাজগুলো সাধারনত উপজেলা পরিষদের পক্ষ থেকে করা হয়। এই বিষয়টি একাধিকবার উপজেলার পরিষদের বিভিন্ন সেমিনারে তুলে ধরেছি কিন্তু পরিষদের পক্ষ থেকে আজ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে আমি এখনো চেষ্টা করে যাচ্ছি এই মাঠটি সংস্কার করার জন্য।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব জানান, বিদ্যালয়ের মাঠ সংস্কার করার বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এবং উর্দ্ধতন কর্তৃপক্ষকেও বিষয়টি লিখিত ভাবে জানানো হয়েছে। বরাদ্দ এলেই এই মাঠের সংস্কারের কাজ শুরু করা হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১৬, ২০১৭ ৩:৪১ অপরাহ্ণ