দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:
মিয়ানমারে মুসলিম নির্যাতনের ঘটনা কেবল মানবাধিকার লংঘনই নয়, এটি একটি জাতি নিধনের ঘটনাও বটে। গতকাল সকালে রাশিয়ার সেন্টপিটার্সবার্গে অনুষ্ঠেয় ১৩৭তম ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলনে এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় এ সংক্রান্ত এক জরুরি প্রস্তাবনা উত্থাপনকালে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ড. ফজলে রাব্বী মিয়া একথা বলেন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ১৪-১৮ই অক্টোবর অনুষ্ঠিতব্য এ সম্মেলনে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এশিয়া প্যাসিফিক গ্রুপের এ সভায় অন্যদের মধ্যে অংশ নেন জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ, হুইপ আতিকুর রহমান আতিক, আবুল কালাম আজাদ, নুরে আলম চৌধুরী, এ.বি.এম ফজলে করিম চৌধুরী, কাজী ফিরোজ রশীদ, ফজলে হোসেন বাদশাহ, পঙ্কজ দেবনাথ ও মো. মামুনুর রশীদ প্রমুখ।
ডেপুটি স্পিকার জরুরি প্রস্তাবনায় রোহিঙ্গা ইস্যুতে উত্থাপিত বাংলাদেশের প্রস্তাবনা গ্রহণের আবশ্যকতা বিষয়ে বক্তব্য রাখেন। তিনি মিয়ানমারে মুসলিম নিধনকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে বাংলাদেশে পালিয়ে আসা কয়েক লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে পুর্ণ নাগরিকের মর্যাদা দিয়ে নিঃশর্তভাবে নিজ দেশে ফিরিয়ে নেয়ার বিষয়ে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি জাতিসংঘে বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত ৫ দফা প্রস্তাবনা এবং কফি আনান কমিশনের প্রতিবেদনের পূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ব সম্প্রদায় যদি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দুরবস্থা সচক্ষে দেখেন তাহলে জানতে পারতেন কিভাবে মিয়ানমারে গণহত্যা হয়েছে। ধর্ষণ, অগ্নিসংযোগ, নারী ও শিশু হত্যাসহ নির্যাতন করা হচ্ছে। যা বিশ্ব মানবতাকে কেবল আহত-ই করেনি, যা ঘটেছে তা হয়েছে মানবাধিকারের চরম লংঘন ও পরিকল্পিত জাতিগত নিধন।
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় জরুরি প্রস্তাবনা হিসেবে রোহিঙ্গা বিষয়কে অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশসহ ৬টি দেশ প্রস্তাবনা জমা দেয়। পরবর্তীতে ইন্দোনেশিয়া ও বাংলাদেশের সমর্থনে নিজ নিজ প্রস্তাবনা প্রত্যাহার করে নিলে ভোটের মাধ্যমে জরুরি প্রস্তাবনা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাবনা চূড়ান্ত করার জন্য বাংলাদেশ, ইরান ও জাপানের প্রতিনিধি সমন্বয়ে খসড়া প্রস্তাবনা চূড়ান্তকরণে কমিটি গঠন করা হয়। ওআইসিভুক্ত দেশসমূহের পার্লামেন্টারি ইউনিয়নের সভায়ও ডেপুটি স্পিকার রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব নেতৃবৃন্দ বিশেষ করে মুসলিম দেশসমূহের এগিয়ে আসার এবং এ ইস্যুকে একমাত্র প্রস্তাবনা হিসেবে গ্রহণ করে রোহিঙ্গা মুসলিম নিধন বন্ধে বিশ্ব জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে ফজলে হোসেন বাদশাহ এমপির নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধিদল এশিয়ান পার্লামেন্টারি এসেম্বলির এক বৈঠকে যোগ দেন। প্রতিনিধি দলে অপর দুই সদস্য ছিলেন পঙ্কজ নাথ ও মামুনুর রশীদ। এ সভায়ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানকে সভায় অংশগ্রহণকারী ৪০টি দেশের প্রতিনিধিরা সমর্থন করেন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

