১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৩

সীমান্তে ফের রোহিঙ্গাদের ঢল

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার দেড় মাসের মতো পেরিয়ে গেলেও এখনো রোহিঙ্গাদের বাংলাদেশে আসা থামছে না। মাঝে কয়েকদিন ধীরগতির পর আবার নতুন করে বাংলাদেশে অভিমুখে ঢল নেমেছে মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের।

সোমবার ভোর থেকে কক্সবাজারের উখিয়ার আঞ্জুমানপাড়া সীমান্ত দিয়ে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে। ভোর থেকে এখন পর্যন্ত ১৫ হাজারেরও মতো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এছাড়া বাংলাদেশে সীমান্তে প্রবেশের অপেক্ষায় আছে আরও পাঁচ হাজারের মতো রোহিঙ্গা। আপাতত বিজিবি সদস্য ওই এলাকা বেরিকেড দিয়ে রেখেছে।

বাংলাদেশে প্রবেশ করা বেশ কয়েকজন রোহিঙ্গা জানান, সীমান্তের কাঁটাতারের বেড়া ভেদ করে অনেকে বাংলাদেশ সীমান্তে এসেছেন। এছাড়া অনেকে নৌকায় ও কনটেইনারে ভেসে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছেন। তারা আরও জানান, বাংলাদেশে অনুপ্রবেশের জন্য মিয়ানমার সীমান্তে পরিবার নিয়ে ৫০ হাজারের মতো রোহিঙ্গা অপেক্ষায় আছেন। তারাও সীমান্ত পাড়ি দেয়ার অপেক্ষায় আছেন।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মাঈন উদ্দিন জানান, ভোর থেকে এ পর্যন্ত ১৫ হাজারের মতো রোহিঙ্গা বাংলাদেশ প্রবেশ করেছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে এই সংখ্যা ঠিক কত, তা জানাতে পারেননি তিনি। কয়েকটি পুলিশি চেকপোস্টে হামলার জের ধরে গত ২৫ আগস্ট থেকে রাখাইন রাজ্যের বিভিন্ন গ্রামে অভিযানে নামে মিয়ানমার সেনাবাহিনী। অভিযানের নামে তারা রোহিঙ্গা নিধন শুরু হরে। ইউএনএইচসিআরের হিসাব অনুযায়ী নির্যাতন থেকে বাঁচতে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের অন্তত ১০টি শিবিরে আশ্রয় নিয়েছেন। তবে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মাঈন উদ্দিন আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সংখ্যা আনুমানিক ৭ লাখ ৪০ হাজার হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, ত্রাণের জন্য রোহিঙ্গারা ঘনঘন ক্যাম্প বদল করায় সঠিক তথ্য জানা যায়নি।

বিপদাপন্ন রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতার স্বাক্ষর রেখেছে তা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। তবে জনবহুল ও স্বল্প সম্পদের এই দেশের পক্ষে এই বিপুলসংখ্যক শরণার্থীর উপস্থিতি বোঝাস্বরূপ। এক্ষেত্রে বাংলাদেশ শুধু অর্থনৈতিকভাবেই নয়, সামাজিক, পরিবেশগত, নিরাপত্তাসহ নানাভাবে ঝুঁকির মুখে পড়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১৬, ২০১৭ ১২:৪৩ অপরাহ্ণ