১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৮

কক্সবাজারে ফিল্ড হাসপাতাল করবে মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া। রোহিঙ্গাদের চিকিৎসায় দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশটি কক্সবাজারে একটি ফিল্ড হাসপাতাল করবে। সেখানে তিন লাখ রোগীর চিকিৎসা করা যাবে। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সফররত মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদীর বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রিচার্ড রিয়ট, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ উভয় দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী মালয়েশিয়ার প্রতিনিধিদের নৈশভোজে আপ্যায়ন করেন।
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী রোববার একটি জেট বিমানে দু’দিনের সফরে ঢাকায় আসেন। সন্ধ্যায় বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ যেসব পদক্ষেপ নিচ্ছে, সেগুলো আমরাও অনুসরণ করছি। আমরা বাংলাদেশের সঙ্গে আলোচনা করছি।’ তবে বৈঠকের বিষয়ে আর বিস্তারিত কিছু না জানিয়ে মাহমুদ আলী বলেন, রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন দেখার জন্য মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আজ কক্সবাজার যাচ্ছেন। কক্সবাজার থেকেই তিনি মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গা সংকট নিরসনে জোরালো ভূমিকা পালন করবে মালয়েশিয়া। মালয়েশিয়াও রোহিঙ্গা সংকটে আক্রান্ত। বর্তমানে সেদেশে ১ লাখ ৬৪ হাজার রোহিঙ্গা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রীকে জানিয়েছেন, রাখাইন থেকে রোহিঙ্গা নির্মূলে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় সশস্ত্র এথনিক সম্প্রদায় জোর করে তাদের বিতাড়িত করছে। ২৫ আগস্টের পর পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে রোহিঙ্গাদের সংখ্যা নয় লাখে দাঁড়িয়েছে।
মাহমুদ আলী বলেন, রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, তাই এ সংকট তাদেরই দূর করতে হবে। ১৯৯২ সালে দ্বিপক্ষীয় ব্যবস্থা সংশোধন করে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে সম্পৃক্ত করতে হবে।
মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী এ সংকটে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। সোর্স কান্ট্রি ঘোষণা করায় ধন্যবাদ জানায় বাংলাদেশ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১৬, ২০১৭ ১০:৪৬ পূর্বাহ্ণ