১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৭

টেকনাফে ফের রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ৮ লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে ফের রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসময় শিশুসহ পাঁচ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে ১৫-২০ জন। সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপে পশ্চিমপাড়া সমুদ্র উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মিয়ানমার থেকে কমপক্ষে ৩৫ জন রোহিঙ্গা বহন করে শাহপরীর দ্বীপে আসছিল নৌকাটি। এসময় পশ্চিমপাড়া সমুদ্র উপকূলে রোহিঙ্গাবোঝাই নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিক ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে শিশু ও নারীসহ আট রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৫-২০ জন। খবর পেয়ে বিজিবি ও কোস্ট গার্ড সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় ইউপি সদস্য নূরুল আমিন জানান, ভোররাতে নৌকাডুবির খবর পেয়েছেন। এরপরই স্থানীয়রা সমুদ্র থেকে সাতজনকে উদ্ধার করেছে। অন্যরা সাঁতরে পার হয়েছেন। পরে শিশুসহ আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে এখনো কমপক্ষে ১৫-২০ জন নিখোঁজ রয়েছেন। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায়।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ১৬, ২০১৭ ১০:২১ পূর্বাহ্ণ