১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৪

বাংলাদেশের লজ্জা’র হার

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের বোলারদের রীতিমতো তুলোধুনো করে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।

রোববার কিম্বার্লির ডায়মন্ড ওভালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মুশফিকুর রহীমের দুর্দান্ত সেঞ্চুরি এবং টপ ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ছোট অথচ কার্যকরী ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৭৮ রানের সংগ্রহ গড়ে টাইগাররা। হাশিম আমলা ও কুইন্টন ডি ককের জোড়া সেঞ্চুরিতে ৪৩ বল ও ১০ উইকেট হাতে রেখে হেসেখেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি করা ডি কক ১৪৫ বলে ১৬৮ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। অন্যদিকে ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি করা আমলা ১১২ বলে ১১০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

আগামী ১৮ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ২২ তারিখে মাঠে গড়াবে সিরিজের শেষ ম্যাচ। ওয়ানডের পর ২৬ ও ২৯ তারিখে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগার ও প্রোটিয়ারা।

দৈনিক দেশজনতা /এন আর  

 

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৭ ৯:৪১ অপরাহ্ণ