নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথ বিশ্বদ্যিালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়ার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র জোটের নেতৃবৃন্দরা। উল্লিখিত সময়ের মধ্যে দাবি না মানলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে তারা।
রবিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটোরিয়ায় এক সংবাদ সম্মেলন থেকে এ সময় বেঁধে দেয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমাজতান্ত্রিক ছাত্রফন্টের সভাপতি এম এম মুজাহিদ অনিক। এসময় তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস তথা জালিয়াতিকে সাজেশন বলে অস্বীকার করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফাঁসকৃত প্রশ্নের পরীক্ষা বাতিল করে বিশ্বাসযোগ্য তদন্ত কমিটির মাধ্যমে প্রশ্নপত্র জালিয়াতিতে জড়িত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন উচ্চ শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে সুতারং ভর্তি কার্যক্রমকে বিতর্কিত রেখে কোন ধরনের পদক্ষেপ নেয়া হলে তা সাধারণ শিক্ষার্থীরা সহ্য করবে না।
উল্লেখ্য, গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষা শুরুর আগে ৫ শিক্ষার্থীর মোবাইল ফোনে উত্তরপত্র পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই ৫ জনকে বহিষ্কার করে।
দৈনিক দেশজনতা /এন আর