১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:২০

নীলফামারীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নীলফামারীর জলঢাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা গ্রামের বাবুপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের গণেশ চন্দ্র রায়ের মেয়ে প্রাপ্তি (৪) ও ব্রজেন্দ্র নাথ রায়ের মেয়ে ববিতা রাণী (৫)। তারা দুইজনই দক্ষিণ দেশিবাই ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। এরমধ্যে প্রাপ্তির মা অণিকা রানী একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয়রা জানান, প্রাপ্তি প্রতিদিন মায়ের সঙ্গে স্কুলে গেলেও আজ ববিতা রাণী সঙ্গে স্কুলে যাওয়ার পথে একটি বটগাছের নিচে জামা-কাপড় খুলে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। এরপর তাদের মরদেহ ভেসে উঠলে তাৎক্ষণিকভাবে উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খুটামারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, নিহত শিশুদের অভিভাবকরা মরদেহ তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে গেছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৭ ৫:০১ অপরাহ্ণ