২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:১৮

রাজধানীতে ৩৫ কোটি ৪০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পুরান ঢাকা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় প্রায় ৩৫ কোটি ৪০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
আজ রবিবার ভোরে খাজা সুপার মার্কেট, সিজান ভবন এবং আল সাহানী মার্কেট,হাকিম হাবিবুর রহমান রোড, ছোট কাঠরা, এলাকায় জেলা প্রশাসন কোস্টগার্ড এবং মৎস্য অধিদফতরের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন গুদাম ঘর থেকে এক কোটি ৭৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য পঁয়ত্রিশ কোটি চল্লিশ লাখ টাকা। জব্দকৃত কারেন্ট জাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর উপস্থিতিতে ধ্বংস করা হয়।
মৎস্য অধিদফতর থেকে ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর এবং মো. আবুল কাশেম, মৎস্য জরিপ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৭ ৫:০৮ অপরাহ্ণ