১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৬

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

নিজস্ব প্রতিবেদক :

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে ‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৭’। প্রতিদিন সাবান দিয়ে হাত ধোয়া অভ্যাসে পরিণত করতে এ দিনটি সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে। নানা রোগবালাই প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়া যে জরুরি, দিবসটি মানুষের মাঝে সে সচেতনতাও জাগ্রত করে। বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে হাত ধুতে পারলে ২০ ধরনের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
দিবসটি পালনে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। এসব কার্যক্রমের অংশ হিসেবে ‘লার্জেস্ট হিউম্যান ইমেজ অব এ হ্যান্ড’ তৈরি করার মাধ্যমে গিনেজ ওয়ার্ল্ডে নাম লেখাতে চলছে হেলথ সোপ ব্র্যান্ড লাইফবয়। আর লাইফবয়ের এ উদ্যোগে অংশগ্রহণ করে ১১ হাজারের বেশি স্কুল শিক্ষার্থী। গতকাল শনিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে এসব শিক্ষার্থীরা লাইফবয় ব্র্যান্ডের টি-শার্ট এবং ক্যাপ পরে লাইফবয় টিম এর সহযোগিতায় এ কার্যক্রমে অংশ নেয়।
লাইফবয়ের এ উদ্যোগটি সরাসরি পর্যবেক্ষণ করতে সেখানে উপস্থিত ছিলেন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস এর সংশ্লিষ্ট প্রতিনিধিরা। এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী খৈয়াম সানু সন্ধি এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৭ ২:৩৯ অপরাহ্ণ