২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৫৪

এমপি রানার জামিন শুনানি ১৯ অক্টোবর পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি ১৯ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

রবিবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ শুনানির জন্য এই দিন নির্ধারণ করেন। এর ফলে চেম্বার আদালতের দেওয়া জামিনের স্থগিতাদেশ আরও বাড়ল এবং ওইদিন পর্যন্ত তিনি জামিন পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে আমানুরের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। তার সঙ্গে ছিলেন আইনজীবী মুস্তাফিজুর রহমান খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

টাঙ্গাইল আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় অজ্ঞাতদেরকে আসামি করে মামলা করেন তাঁর স্ত্রী। এই মামলার তদন্ত করতে গিয়ে সংসদ সদস্য রানার সম্পৃক্ততা বের হয়ে আসে। হত্যার তিন বছরেরও বেশি সময় পর ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি সংসদ সদস্য রানা, তাঁর তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

এ ঘটনায় করা মামলায় গত বছরের ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে এমপি রানাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক। পরে জামিন আবেদন করলে ২৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়া তার জামিন নাকচ করে আদেশ দেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। বিচারিক আদালতে জামিন আবেদন নাকচের পর হাইকোর্টে জামিন আবেদন করেন এমপি রানা। গত ১৩ এপ্রিল জামিন মেলে এমপি রানার। বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

গত ৮ মে সাংসদ রানাকে হাইকোর্টের দেওয়া জামিন চার মাসের জন্য স্থগিত করেন আপিল বিভাগ। একইসঙ্গে এই মামলা ছয় মাসের জন্য নিষ্পত্তি করতে নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়।

দৈনিক দেশজনতা /এনএইচ

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৭ ১২:৪০ অপরাহ্ণ