নিজস্ব প্রতিবেদক :
সোমবার দলের আমীর মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
বিবৃতিতে দেলাওয়ার হোসাইন সাঈদীকে নির্দোষ দাবি করে তার মুক্তির দাবি জানান তারা।
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের রিভিউ আবেদন খারিজ করে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আগের রায় বহাল রেখে আজ সোমবার রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
উভয়পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার।
দৈনিক দেশজনতা/ এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

