১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৯

মঙ্গলবার সারাদেশে জামায়াত‌ের ব‌িক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :

 একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর কারাদণ্ডাদেশ বিরুদ্ধে সাঈদীর পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। রিভিউ আবেদন খারিজ করে দেয়ার প্রতিবাদে কাল মঙ্গলবার  (১৬ মে) সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

সোমবার দলের আমীর মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

ব‌িবৃত‌িতে দে‌লাওয়ার হ‌োসাইন সাঈদীক‌ে ন‌ির্দোষ দাব‌ি করে তার মুক্তির দাব‌ি জানান তারা।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের রিভিউ আবেদন খারিজ করে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আগের রায় বহাল রেখে আজ সোমবার রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

উভয়পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ১৫, ২০১৭ ৪:৪৪ অপরাহ্ণ