১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৪

মাদকের প্রতিবাদ করায় হামলা : নিহত ১

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আফসারখিল গ্রামে মাদকবিরোধী আন্দোলনের জেরে প্রতিপক্ষ গ্রামের সন্ত্রাসীদের হামলায় কোহিনূর আক্তার (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের আফসারখিল গ্রামের নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ।

এর আগে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় পাঁচগাঁও ইউনিয়নের আফসারখিল ও হোসেনপুর গ্রামে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। নিহত কোহিনুর আক্তার উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আফসারখিল গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী। আহতরা হলেন, পাঁচগাঁও ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য ফারজানা আক্তার (৪০), ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু নাছের আশিকসহ ১০ জন।

হামলার শিকার পাঁচগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু নাছের আশিক জানান, সম্প্রতি তিনি তার এলাকার যুব সমাজকে নিয়ে মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এলাকায় একটি অফিস দেন। এতে ক্ষুব্ধ হয়ে পার্শ্ববর্তী দৌলতপুর গ্রামের মাদক ব্যবসায়ী সিন্ডিকেট ভুলু ও কুদ্দুস কমিশনারের সন্ত্রাসীরা হামলা চালিয়ে মাদকবিরোধী অফিসসহ ৫টি দোকানঘর ভাংচুর করে গুড়িয়ে দেয়।

এনিয়ে গত কয়েক দিন ধরে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ও আতংক বিরাজ করছিল। এর জের ধরে শনিবার বিকেলে দৌলতপুর গ্রামের ভুলু ও কুদ্দুস কমিশনারে নেতৃত্বে ৭০-৮০ জন সন্ত্রাসী অস্ত্রসস্ত্র নিয়ে আফসারখিল ও হোসেনপুর গ্রামে হামলা চালিয়ে এলোপাথাড়ি কুপিয়ে স্থানীয় দুই ইউপি সদস্যের বাড়িসহ ৪টি বাড়ির ১২টি বসতঘরে ভাংচুর চালায় এবং ব্যাপক লুটপাট করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। সন্ত্রাসীদের আটকে দৌলতপুর গ্রামে অভিযান চলছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৭ ১০:৩৩ পূর্বাহ্ণ