১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৪

প্রথম ওয়ানডেতে নেই মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:

দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে। তবে কিম্বার্লিতে মাঠে নামার আগেই বড় টাইগাররা এক ধাক্কা খেয়েছে। অনুশীলনে পা মচকে যাওয়ায় প্রথম ওয়ানডে খেলবেন না টাইগারদের বোলিং আক্রমণের মূল অস্ত্র মোস্তাফিজুর রহমান।

প্রধান নির্বাচক ও ম্যানেজার মিনহাজুল আবেদীন জানিয়েছেন, ‘কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডেতে মোস্তাফিজের না খেলা নিশ্চিত। অনুশীলনে ফুটবল খেলার সময় মোস্তাফিজের অ্যাংকেল মচকে যায়। আমরা এখনই বলতে পারছি না মোস্তাফিজ পরের ম্যাচে খেলতে পারবেন কি না। এখনও তার স্ক্যান করানো হয়নি। দ্বিতীয় ওয়ানডে খেলতে কেপ টাউনে যাওয়ার পর বলা যাবে সে খেলতে পারবে কি না।’

দুই বছর আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ে বল হাতে মোস্তাফিজ মূল ভূমিকা পালন করেন। তিন ম্যাচ সিরিজের লো স্কোরিং ম্যাচে বল হাতে ৫ উইকেট নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়ে দারুণ অবদান রাখেন বাঁহাতি এই পেসার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৭ ১০:০৫ পূর্বাহ্ণ