১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০০

রংপুরে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

রংপুর প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় বিএনপি ও সহযোগি সংগঠন বিক্ষোভ করেছে। তবে পুলিশী বাধার কারণে মিছিলগুলো নগরীর প্রধান সড়কে ঢুকতে পারেনি। আজ শনিবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে প্রথমে রংপুর মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম মিজুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়কে উঠতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ।

পরে পর্যায়েক্রমে সহসভাপতি মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জেলা বিএনপি, সভাপতি মাহফুজ উন নবী ডন, সেক্রেটারি লিটন পারভেজের নেতৃত্বে মহানগর যুবদল, সভাপতি জাকারিয়া ইসলাম জিম ও সেক্রেটারি নুর হাসান সুমনের নেতৃত্বে মহানগর ছাত্রদল এবং সভাপতি মনিরুজ্জামান হিজবুল, সেক্রেটারি শামসুজ্জোহার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে। অবশ্য বাধার মুখে সব মিছিল গলিতে আটকে যায়। এসময় নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়। পরে সেখানেই সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সেক্রেটারি কারমাইকেল কলেজের সাবেক জিএস শহিদুল ইসলাম মিজু। তিনি বলেন, বাধা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক গ্রেফতারি পরোয়ানা বাংলার মানুষ মেনে নিবে না। প্রয়োজনে রংপুর থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ১৪, ২০১৭ ৬:৪৮ অপরাহ্ণ