১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২১

কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার ভোর ৪টার দিকে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৯১৩ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে র‌্যাব। সীতাকুণ্ড থানার বড় দারোগাহাট বাজার এলাকায় ওজন স্কেল স্টেশনের সামনে কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালানো হয়।

এ ব্যাপারে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (জনসংযোগ) মিমতানুর রহমান জানান, কাভার্ডভ্যানটি কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। গতিবিধি সন্দেহজনক হওয়ায় সেটিতে তল্লাশি চালায় র‌্যাব। পণ্য পরিবহনের আড়ালে দীর্ঘদিন ধরে ওই কাভার্ডভ্যানের মাধ্যমে ফেনসিডিল বহন করা হচ্ছে বলেও জানিয়েছেন মিমতানুর। আটক দু’জন হলেন, ইসমাইল প্রকাশ সাদ্দাম (২৭) এবং সোহেল সিকদার (৩০)।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১৪, ২০১৭ ১:১৯ অপরাহ্ণ