১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৬

লাইবেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে জর্জ উইয়াহ

আন্তর্জাতিক ডেস্ক:

আফ্রিকার দেশ লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছেন ইংলিশ ফুটবল ক্লাব আর্সেনালের সাবেক ফুটবল তারকা জর্জ উইয়াহ। লাইবেরিয়ার মোট ১৫টি কাউন্টির মধ্যে ১৪টিতে এগিয়ে আছেন উইয়াহ। নির্বাচনে জয়ী হলে তিনি বর্তমান প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফের স্থলাভিষিক্ত হবেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাই। মোট ২০ জন প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা অন্যান্য নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, গত মঙ্গলবার দেশটিতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশনের প্রধান জেরোমে কোরকোয়া বলেছেন, যতটুকু ফল প্রকাশ করা হয়েছে, তা মোট ভোটের খুবই সামান্য অংশ। তাই এখনই সমর্থকদের নিজেদের দলকে বিজয়ী ঘোষণা করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

সংবিধান অনুযায়ী, ১৫ দিনের মধ্যে ফল ঘোষণা করতে বাধ্য নির্বাচন কমিশন। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পেতে ব্যর্থ হলে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে রান-অফ ভোট অনুষ্ঠিত হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১৪, ২০১৭ ১:১৬ অপরাহ্ণ