১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৮

শাহজালালে বিপুল পরিমাণ স্বর্ণসহ বিমানকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীকে আটক করা হয়েছে। শনিবার ভোর সোয়া ৫টার দিকে তাকে আটক করে শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা। তবে ঠিক কি পরিমাণ স্বর্ণ আটক করা হয়েছে তা এখনও জানা যায়নি। আটক বিমানকর্মীর নাম ওমর ফারুক। তিনি বাংলাদেশে বিমানে গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার হিসেবে কর্মরত।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা জানান, মালয়েশিয়া থেকে আগত বিজি-০৮৭ ফ্লাইটে আসা বিপুল পরিমাণ স্বর্ণের চোরাচালানসহ ওমর ফারুককে ভোরে আটক করা হয়েছে। স্বর্ণের পরিমাণ এখনও হিসাব করা হয়নি। হিসাব করে পরে বিস্তারিত জানা যাবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১৪, ২০১৭ ১১:৩০ পূর্বাহ্ণ