নিজস্ব প্রতিবেদক:
একাদশ সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে লিখিতভাবে একটি সামগ্রিক প্রস্তাবনা দেবে বিএনপি। আগামী রোববার নির্বাচন কমিশনের সংলাপে দলটির একটি প্রতিনিধি দল অংশ নেবে।
এ প্রসঙ্গে শুক্রবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইসির সঙ্গে সংলাপে আরপিও’র কোথায় সমস্যা আছে তা তুলে ধরা হবে। নির্বাচন কমিশনে যে প্রস্তাব দেয়া হবে তা একটা মাইলফলক হয়ে থাকবে।’
শুক্রবার সকাল ১১টার দিকে শান্তিনগরে ‘ইস্টার্ন পয়েন্ট’ অ্যাপার্টমেন্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অসুস্থ তরিকুল ইসলামকে দেখতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অসুস্থ নেতার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিতব্য সংলাপের বিষয়বস্তু নিয়েও কথা বলেন মহাসচিব।
এ সময় তরিকুল ইসলামের স্ত্রী অধ্যাপিকা নার্গিস বেগম, ছেলে খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্র ইসলাম অমিত উপস্থিত ছিলেন। এছাড়াও দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
তরিকুল ইসলামের বাসায় যাওয়ার সময় সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা একটি বড় টিম নিয়ে নির্বাচন কমিশনের সংলাপে সামগ্রিক প্রস্তাবনা তুলে ধরব। বিশেষ করে সংসদ বিলুপ্তি, সেনাবাহিনী নিয়োগ, নির্বাচনকালীন সময়ে যখন তফসিল ঘোষণা হবে তখন প্রশাসনের অবস্থা, আরপিও’র কোথায় কী সমস্যা আছে, ভোট দেওয়ার ক্ষেত্রে কী কী নিয়ম চালু করা উচিত, পর্যবেক্ষকদের ক্ষেত্রে কী কী নিয়ম থাকা উচিত- সব কিছুই এ প্রস্তাবনায় থাকবে।’
দৈনিক দেশজনতা /এন আর