২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৩০

টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে লিগ অনুমোদন দিলো আইসিসি

স্পোর্টস ডেস্ক:

টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে লিগের অনুমোদন দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।শুক্রবার অকল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া দক্ষিণ আফ্রিকার আবেদনের পরিপ্রেক্ষিতে চারদিনের টেস্টের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

আইসিসি প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এক বিবৃতিতে বলেন, আমাদের কাছে অগ্রাধিকারের বিষয় ছিল একটি অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্রিকেটের অর্থবহতা ও বিশেষ করে টেস্ট অঙ্গনের উন্নতি।’

অনুমোদিত সূচি অনুযায়ী, ২০১৯ সালে টেস্ট লিগ শুরু হবে এবং শীর্ষ নয়টি টেস্ট খেলুড়ে দল এতে অংশ নেবে। দুই বছরে দলগুলো ছয়টি করে সিরিজ খেলবে যার মধ্যে তিনটি হবে দেশের মাটিতে এবং অপর তিনটি হবে দেশের বাইরে। লিগের শীর্ষ দুই দল লর্ডসে ফাইনাল খেলবে।

অকল্যান্ডে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২০-২১ মৌসুম থেকে শুরু হবে ১৩ জাতির ওয়ানডে লিগ। দুই বছরব্যাপী এই টুর্নামেন্ট ২০২৩ বিশ্বকাপের আগ পর্যন্ত চলবে। বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবেও এই ওয়ানডে লিগ বিবেচনা করা হবে। ২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডে লিগ হবে তিন বছরব্যাপী। প্রথম ওয়ানডে লিগে ১২টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে অংশ নেবে চলতি আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের বিজয়ী দল। প্রতিটি দল আটটি করে সিরিজ খেলবে। প্রতিটি সিরিজ হবে তিন ম্যাচের।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১৩, ২০১৭ ৯:০০ অপরাহ্ণ