নিজস্ব প্রতিবেদক:
সাভারের চামড়া শিল্প নগরীতে অবকাঠামো নির্মাণের কাজ চার সপ্তাহের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একইসঙ্গে সেখানকার বর্জ্য শোধনাগার (সিইটিপি) ৪ নভেম্বর পর্যন্ত প্রতি ঘণ্টার পর্যবেক্ষণ প্রতিবেদন জমা দিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনকে (বিসিক) নির্দেশ দিয়েছে আদালত।বৃহস্পতিবার পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান; শিল্প মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন আইনজীবী রইস উদ্দিন।শুনানি শেষে রিজওয়ানা সাংবাদিকদের বলেন, “হাজারীবাগের দূষণ যেন সাভারে না হয়, সে জন্য বারবার আদালতে আসা। আদালত এ বিষয়ে আজ আদেশে দিয়েছে।
আইনজীবী রইস উদ্দিন বলেন, “আদালতে শিল্প মন্ত্রণালয় ও বিসিকের পক্ষে কিছু প্রতিবেদন দেওয়া হয়েছে। এরপর আদালত পরিবেশসম্মতভাবে কাজ চালাতে নির্দেশ দিয়েছে।”
দৈনিক দেশজনতা /এন আর