১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৮

বাঞ্ছারামপুরে জেল জরিমানার পরেও থেমে নেই জেলে পরিবার

আশিকুর রহমান ব্রাক্ষনবাড়ীয়া (প্রতিনিধি):

চলছে ১-১৮অক্টোবর পর্যন্ত টানা ১৮দিন মা ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। বাঞ্ছারামপুর উপজেলার ছলিমগঞ্জ থেকে কদমিচর পর্যন্ত -মেঘনা নদীর ৪০ কিলোমিটার এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে ১ অক্টোবরের আগে জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে সভা, জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত ব্রাক্ষনবাড়ীয়া জেলা ট্রাস্কফোর্স ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে। এ অভিযানে এসব এলাকায় মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
ব্রাক্ষনবাড়ীয়া জেলা মৎস্য কর্মকর্তা  বলেন, গত কয়েক বছর জাটকা ও মা ইলিশ রক্ষা কর্মসূচি বাস্তবায়ন করায় ইলিশ উৎপাদন বেড়েছে। দেশের কয়েকটি অভয়াশ্রমের মধ্যে বাঞ্ছারামপুরের ৪০ কিলোমিটার এলাকা খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউট  এর মেঘনা নদীতে কেন্দ্রের প্রধান মৎস্য বাঞ্ছারামপুরকে জানান, ২০১৬-২০১৭ অর্থ বছর এ অভিযানের ফলে ৬ লাখ ৬৮ হাজার ২৯১ কেজি ডিম উৎপাদন হয়। ফলে ৩৯ হাজার ২৬৮ কেজি জাটকা যুক্ত হয়, সর্বোপরি জেলেরা ৩ লাখ ৯৫ হাজার টন ইলিশ আহরণ করেন।
এ বিষয়ে  শুভ্র সরকার বলেন, সরকার জাটকা ও মা ইলিশ রক্ষায় সফল অভিযান পরিচালনা করায় মানুষ আবার ইলিশ উৎপাদনের সুফল পেতে শুরু করবে। কাজেই এবারের নিষেধাজ্ঞার সময় সবাইকে মা ইলিশ রক্ষার আন্দোলনে নামতে হবে।
তিনি বলেন, কোনো জেলে যদি মাছ ধরতে নদীতে যায়, তাদের সরাসরি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে,প্রয়োজনে আরো জেলে পাঠাব তবে আমার সহকারি না থাকায় আমি সব জায়গাতে অবিযান দিতে পারতেছিনা।দেখা যায় যে,আমি মরিচাঘাটে গেলে ফেরিঘাটে যাইতে পারিনা এ কারনে অনেক জেলে আমাকে ফাকি দিয়ে আবারো মাছ ধরতে পারছে।আমার অফিসে আমি সহ মাত্র ৩ জন ষ্টাফ আছে।মরিচার ফেরিঘাটের,বাহেরচরের কয়েক ব্যক্তির জেল ও জরিমানা হয়েছে,তারা সহজে জামিন পাবে না এবং জব্দ করা জাল সঙ্গে পুড়িয়ে ফেলা হয়েছে।
যাদের প্ররোচনায় জেলেরা মাছ ধরতে যাবে তাদেরও আইনের আওতায় আনা হবে। কর্মসূচি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের সব প্রস্তুতি রয়েছে বলেও জানান। স্থানিয় জনতা বলেন এভাবে জেলেদেরকে নিয়ন্ত্রন করা যাবেনা,তাদেরকে অনেক জরিমানা ও কয়েক মাসের জেল দিতে হবে।আরো বলেন আমরা এখন সস্তায় ইলিশ খাইতে পরতেছি,বাজারের চিপা চাপায় বসে বিক্রি করে কম দামে।সরকারকে আরো শক্ত পদক্ষেপ নিতে হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ১২, ২০১৭ ৮:১২ অপরাহ্ণ