১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১১

জাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম দফায় সাধারণ আসন সংখ্যার দশ গুণ শিক্ষার্থীর ফল প্রকাশ করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।  ‘ডি’ ইউনিটে ছেলেদের ১৮৪ আসনের বিপরীতে ১৮৪০ জনের এবং মেয়েদের ১৮৩ আসনের বিপরীতে ১৮৩৫ জনের ফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ju-admission.org/apply/result) ব্রাউজ করে ফল জানা যাবে। এর আগে গত মঙ্গল ও বুধবার দুদিনে ‘ডি’ ইউনিটের পরীক্ষা সমাপ্ত হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১২, ২০১৭ ১১:৪৭ পূর্বাহ্ণ