২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

ভুটানকে হারিয়ে এশিয়ান কাপের মূলপর্বে ফিলিস্তিন

স্পোর্টস ডেস্ক:

ভুটানকে বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়ান ফুটবল কাপের মূলপর্বে জায়গা করে নিল ফিলিস্তিন। মঙ্গলবার বিকেলে প্রায় ৮ হাজার দর্শকের সামনে ফিলিস্তিনের হেবরনের আন্তর্জাতিক দোরা স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে ভুটানের জালে ১০ গোল প্রবেশ করিয়ে দেয় ফিলিস্তিন। বিপরীতে ভুটান একটিও গোল পরিশোধ করতে পারেনি। এ ঐতিহাসিক জয়ের মাধ্যমে আগামি এফসি এশিয়ান কাপে জায়গা করে নিল দেশটি। ২০১৯ সালে আরব আমিরাতে এ ফুটবল আসর অনুষ্ঠিত হবে।
অনবদ্য এ ম্যাচে প্রথমার্ধেই হ্যাট্রিক করে ফেলেন আব্দুল লাতিফ আল বাহদারি। পরেরার্ধেআব্দুল্লাহ জাবের, তামের সিয়াম এবং সামেহ মারাবেহ দুই গোল করে গোলের সংখ্যা বাড়িয়ে দেন, সেইসাথে ভুটানকে নিমজ্জিত করেন আরও হতাশায়।
এর আগে ২০০৬ সালে গুয়ামের বিরুদ্ধে ১১-০ গোলে জয় পেয়েছিল ফিলিস্তিন। সে হিসেবে আন্তর্জাতিক ফুটবলে এ ম্যাচটি ছিল তাদের দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ। সূত্র: দ্য নিউ আরব

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১২, ২০১৭ ১১:৪৩ পূর্বাহ্ণ