১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৪

ইরান ইস্যুতে চাপে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সাথে স্বাক্ষরিত আন্তর্জাতিক পরমাণু চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়ে প্রবল চাপে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৫ সালে তেহরানের সাথে স্বাক্ষরিত এই চুক্তিটি বাতিল হলে যুক্তরাষ্ট্র তার বিশ্বাসযোগ্যতা হারাবে। এ কারণে দেশ ও দেশের বাইরে বেশ চাপে আছেন ট্রাম্প। ইরান ইস্যুতে ট্রাম্প নতুন কৌশল ঘোষণা করতে পারেন। মনে করা হচ্ছে, আগামী শুক্রবার তার সেই ঘোষণাটি আসতে পারে, যেখানে ২০১৫ সালের চুক্তিটি বাতিল করা হতে পারে যাকে তিনি ‘সবচেয়ে বাজে চুক্তি’ ও আমেরিকার জন্য ‘লজ্জা’ হিসেবে অভিহিত করে আসছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা, ইউরোপীয় মিত্ররা, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইনপ্রণেতারা ট্রাম্পকে বলছেন, ইরানের সাথে করা পরমাণু চুক্তি বাতিল হলে যুক্তরাষ্ট্র ইরানের ব্যাপারে আন্তর্জাতিক মহলে খানিকটা কোণঠাসা হয়ে পড়তে পারে। তেহরানের সাথে সেই পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করেছিল যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়ন। চুক্তি অনুযায়ী, ইরানের ওপর থেকে কিছু কিছু বিষয়ে অবরোধ উঠিয়ে নেওয়া হয়েছিল, যার বিনিময়ে দেশটি তাদের পারমাণবিক কর্মসূচি বাতিল করেছিল।

কিন্তু তিন মাস আগে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি ইরানের সাথে করা এই চুক্তি মানবেন না। তবে তার উপদেষ্টা ও প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা বিষয়টি ভেবে দেখার কথা বলেছিলেন। ট্রাম্প মনে করেন, এই পারমাণবিক চুক্তিটি ইরানের পক্ষে গেছে এবং পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে দেশটিকে বিরত রাখা যাবে না। ট্রাম্পের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ তোলা হলেও আন্তর্জাতিক আণবিক সংস্থা বলছে, ইরান সেই চুক্তির শর্তগুলো মেনে চলছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১২, ২০১৭ ১০:৩৫ পূর্বাহ্ণ